August 4, 2025, 8:48 am

রাজধানীর শ্যামলীতে বাসে আগুন

Reporter Name 225 View
Update : Monday, November 27, 2023

রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা গিয়ে আগুন নির্বাপণ করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘বিকেল পৌনে ৪টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে বলে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে ৩টা ৫১ মিনিটের সময় পৌঁছে। তবে এর আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে।’

এদিকে নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। এছাড়া, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর