August 5, 2025, 8:43 am

তুরাগে ৫০০ পিস ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 147 View
Update : Saturday, December 2, 2023

রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা সহ রুবেল মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।

শুক্রবার ১লা ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৭:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা উপ পুলিশ পরিদর্শক মো: আল আরাফাত মিঠুর নেতৃত্বে এ এস আই হাবিবুর রহমান হাবিব সহ সঙ্গীও ফোর্স নিয়ে ধউর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা সহ মাদক কারবারী রুবেল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রুবেল মিয়া জামালপুর জেলার বালুহাঁটা গ্রামের পিতা (মৃত) এফাজ উদ্দিনের ছেলে । গ্রেফতারকৃত রুবেল মিয়া আশুলিয়া থানার নোমান সাহেবের বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা যায় ধউর চেকপোষ্টের পশ্চিম পাশে শামসুল হক এর চায়ের দোকানের সামনে পাকারাস্তার ওপর পৌঁছানোর মাত্র একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলানোর জন্য চেষ্টা করলে এস আই আরাফাত এবং তার সঙ্গীও ফোর্সদের সহায়তায় গ্রেফতারকৃত রুবেল মিয়াকে আটক করতে সক্ষম হয় এবং তার সাথে নেশা জাতীয় দ্রব্য ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয় যার অনুমান মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পূর্বেও গ্রেফতারকৃত রুবেল মিয়ার নামে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে একাদিক। অতঃপর আসামি রুবেল মিয়াকে পুলিশের হেফাজতে নিয়ে থানার এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করার পর মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর