September 10, 2025, 7:53 am

রিয়ালের ছয়ে ছয়, বিদায় ম্যানইউর

Reporter Name 275 View
Update : Wednesday, December 13, 2023

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগের পাঁচ ম্যাচ জেতায় শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে ছিল রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টরা গতকাল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনিয়ন বার্লিনের। তবে দুই দলের এই ম্যাচই শেষ মুহূর্তে জন্ম দিয়েছে নাটকীয়তার যাতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল।

ইউনিয়ন বার্লিনের মাঠে খেলতে নেমে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। জুড বেলিংহাম, জোসেলুরা শুরু থেকেই গোল করার সুযোগ পেয়েছেন। তবে শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেননি। এদিকে বার্লিনও কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে তা রিয়াল গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পরাস্ত করতে পারেনি।

এদিকে ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি পায় রিয়াল। আর স্পট কিকে দলকে এগিয়ে দেয়ার সুযোগ আসে লুকা মদরিচের সামনে। তবে অভিজ্ঞ এই ফুটবলার তাতে ব্যর্থ হন। তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ঠিকই লিড নেয় বার্লিন, এগিয়ে যায় কেভিন ভলান্ডের গোলে।

এদিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে রিয়ালকে সমতায় ফেরান জোসেলু। ম্যাচের ৬১ মিনিটে রদ্রিগোর বাড়িয়ে দেয়া বলে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি। সমতায় ফেরার পর তিনিই আরও এক গোল করে এগিয়ে দেন দলকে।

এদিকে ম্যাচে নাটকীয়তার সৃষ্টি হয় একেবারে শেষ দিকে। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ফের সমতায় ফেরে বার্লিন। অ্যালেক্স ক্রাল দারুণ এক শটে বল পাঠান রিয়ালের জালে। তবে রিয়ালের ইতিহাসেই যে আছে শেষ মুহূর্তে জয় খুঁজে নেয়ার উদ্যম নেশা। তারই প্রতিফলন কালকের ম্যাচে দেখা গেছে আরও একবার।

নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে বেলিংহামের বাড়িয়ে দেয়া বলে গোল করেন দানি সেবায়োস। ফলে নিজেদের শেষ ম্যাচে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল, নিশ্চিত হয় ছয় ম্যাচের সবকটিতেই জয়। ছয় ম্যাচেই জয় পাওয়ায় পূর্ণ ১৮ পয়েন্ট নিয়েই শেষ ষোলোয় পা রাখল রিয়াল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর