August 7, 2025, 2:26 pm

সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

Reporter Name 178 View
Update : Sunday, December 24, 2023

একদফা দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা ১৩তম দফার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে এদিন সন্ধ্যা ৬টায়। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন।

এদিকে জামায়াতে ইসলামীও আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। এরপর ২৯ অক্টোবর থেকে দলটি এ পর্যন্ত ১২ দফায় পালন করেছে অবরোধ। চারবার পালন করেছে হরতাল। এছাড়াও গত ২১ ডিসেম্বর থেকে সরকারের একতরফা ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানায় তারা। সারাদেশে পালন করে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর