August 2, 2025, 4:22 am

প্রচার- প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার প্রার্থীর পক্ষে প্রচারনায় নামেন আলাউদ্দিন আল সোহেল

নিজস্ব প্রতিবেদক 344 View
Update : Friday, January 5, 2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারনার শেষ দিন ১৮ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এস এম তোফাজ্জল হোসেনের পক্ষে বাউনিয়া বাদলদী ওমর আলী মার্কেট থেকে শুরু করে বাউনিয়া বাজার পর্যন্ত একটি প্রচারনা মিছিল করেন ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই আলাউদ্দিন আল সোহেল।

বৃহস্পতিবার বিকেলে বাউনিয়া বাদালদী এলাকা থেকে  হাজার হাজার লোকের উপস্থিতিতে এই প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ৫২ নং ওয়ার্ডের সকল জায়গায় ট্রাক প্রতীকে জন্য ভোট চেয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন তিনি। হাজার হাজার ভোটার এবং কর্মী সমর্থকরা ব্যান্ডপার্টি বাজিয়ে সকল ভোটারদের নিকট ভোট চান।

এ সময় আলাউদ্দিন আল সোহেল বলেন, আপনারা সকলে ট্রাক প্রতীকে ভোট দিবেন সে এই এলাকার সন্তান এবং তিনি একজন মুক্তিযোদ্ধা তাকে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত কারণ তিনি আট বছর দক্ষিনখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তার হাত ধরেই দক্ষিণখানে সকল রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে সে তার সর্বস্ব দিয়ে ১৮ আসনের উন্নয়ন করবে।

উক্ত প্রচারনায় উপস্থিত ছিলেন, তুরাগ থানা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তুরাগ থানাধীন ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী সাজেদুল ইসলাম, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম আজীম, তুরাগ থানা আওয়ামী লীগের নেত্রী সাথি আক্তার, মান্নান দেওয়ান, ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলম, বরকত, ছাত্রলীগের ৫২ নং ওয়ার্ডের সভাপতি মামুন সহ কৃষক লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার প্রচারনার শেষ দিনে ট্রাক প্রতীকের প্রার্থী পক্ষে ১৮ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করে বেড়ান প্রার্থী এবং সমর্থকরা। বাউনিয়া এলাকায়  গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হোসেন এর ছোট ভাই আলাউদ্দিন আল সোহেল , দক্ষিনখান, খিলক্ষেত কমিটুলা স্কুল, উত্তরখান সাহা কবির মাজার, দক্ষিন খানের আজমপুর জামতলা এলাকায় ফিরোজ সাহেবের বাড়ির দক্ষিন খানের ৪৮ নম্বর ওয়ার্ড মধুবাগ, দক্ষিণ খানের ৪৮ নম্বর ওয়ার্ডের সাদেক সাহেবের বাড়ির সামনে গণসংযোগ করেন ট্রাক প্রতীকের প্রার্থী এস এম তোফাজ্জল হোসেনের ছেলে ব্যারিস্টার এসএম তরিকুল ইসলাম (বাবু)


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর