বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

শপথ নেওয়ার পরদিনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন মন্ত্রিসভা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এরপর তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন।
আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে গতকাল (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এ সময় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর