August 5, 2025, 11:03 pm

দিনাজপুরে বিআরটিসি বাসচাপায় নিহত ৪

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা: 308 View
Update : Tuesday, February 6, 2024

দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসির বাসচাপায় চারজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসচাপায় চারজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ওসি জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর