August 5, 2025, 7:15 pm

তুরাগে আওয়ামীলীগের অফিসে হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিবেদক 238 View
Update : Friday, February 23, 2024

তুরাগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইলে দেখে নেয়ার হুমকি দিয়ে হামলা চালিয়ে তুরাগ থানা ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে উলুদাহা এলাকার বাসিন্দা ওমর আলীর ছেলে রায়হান ও মৃত্যু মোঃ আলা উদ্দিনের ছেলে মোঃ ইমরান খান ওরফে সুলতানের বিরুদ্ধে।

শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে তুরাগের উলুদাহা এলাকার ৫ নং ব্রিজ সংলগ্ন ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসের সাটারে লাথি মেরে সাটার ভেঙে ফেলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটনের আশঙ্কা করছে এলাকাবাসী।
ঘটনার পর শফিকুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় রায়হান এবং সুলতানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে রায়হান আমাকে মেসেজ করে আমাকে হুমকি দেয় কাল থেকে তোর দিন শুরু পরে শুক্রবার সকাল ছয়টায় রায়হান এবং সুলতান মাদক সেবন করে আওয়ামী লীগের অফিসে হামলা চালায়।

এ ব্যাপারে তুরাগ থানা দিয়াবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি এম আল আমিন বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । আমরা বিষয়টি তদন্ত করে দেখব ঘটনাটি সত্য হলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর