November 10, 2025, 4:30 am

বেইলি রোডের আগুনের সূত্রপাত যেভাবে

Reporter Name 212 View
Update : Friday, March 1, 2024

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ইমারজেন্সিতে ৩৩ জন এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া পুলিশ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

ভবনের বাসিন্দারা বলেন, আমাদের ভবনের নিচে ছোট একটা রেস্টুরেন্ট হয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর পরই আমার স্টাফদের বারান্দা দিয়ে নামিয়েছি। তারা সবাই আহত হয়েছেন।

পথচারী ও স্থানীয়রা জানান, আগুন লাগার পর ভবনের রেস্টুরেন্টগুলোতে মানুষ দেখা গেছে। আগুন ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবন থেকে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।

ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসহ আরও রেস্টুরেন্ট রয়েছে। এ ছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে। পঞ্চম তলা থেকে ১৪ তলা পর্যন্ত রয়েছে আবাসিক ফ্ল্যাট।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর