August 4, 2025, 12:26 pm

পঞ্চগড়ে ১২০ টাকা খরচে পুলিশের চাকরি পেলেন ২৫ তরুণ-তরুণী

Reporter Name 160 View
Update : Thursday, March 14, 2024

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ২৫ তরুণ-তরুণী। এই চাকরি পেতে একজনের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

বুধবার (১৩ মার্চ) রাতে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন। এতে ২১ জন ছেলে এবং চারজন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে জেলা পুলিশ।

কোনো হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী।

নিয়োগপ্রাপ্ত সাকিবা জান্নাত শাম্মী বলেন, ‘জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজকে নিজের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পুলিশকে। আমি হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে দেশ-বিদেশে খেলেছি। অধিনায়কের দায়িত্ব পালন করেছি, অর্জন করেছি শিরোপাও। এবার বাংলাদেশ পুলিশের হয়ে খেলতে চাই। সেবা করতে চাই মানুষের। অর্জন করতে চাই বাংলাদেশ পুলিশের হয়ে শিরোপা।’

শিক্ষার্থী অপু হায়দার বলেন, ‘আমার বাবা নেই। গত চার বছর ধরে তেঁতুলিয়া মহানন্দা নদীতে পাথর উত্তোলন করে পরিবার চালিয়ে ও নিজের লেখাপড়া করে আসছি। আজকে আমি পুলিশের চাকরি পেয়ে অনেক আনন্দিত। আমি সবার কাছে দোয়া চাই। আমিও যেন মানুষের সেবা করতে পারি পুলিশের চাকরি করে।’

এ বিষয়ে পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজকের চাকরি পেল ২৫ তরুণ-তরুণী। যারা আজকে নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতা ও মেধায় উত্তীর্ণ হয়েছে। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ দিতে হয়নি। তাদের মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে ১২০ টাকা, সেটিই তাদের খরচ। আশা করছি আজকে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি। তাদের জন্য রইল অনেক শুভকামনা।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর