August 4, 2025, 8:48 am

মিরপুরে এলায়েন্স বিল্ডার্সের তিন দিন ব্যাপী আবাসন মেলা ২০২৪ শুরু

রাসেল খান, 237 View
Update : Saturday, March 23, 2024

রাজধানীর  মিরপুর পশ্চিম  কাজী পাড়ায় এলায়েন্স বিল্ডার্সের নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপী শুরু হয়েছে আবাসন মেলা ২০২৪
শুক্রবার মেলাটির শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার শুরু হওয়া মেলাটি চলবে টানা তিন দিন।
মেলায় সাগর কন্যা কুয়া কাটাতে অবস্থিত
এলায়েন্স বিল্ডার্সের হোটেলের শেয়ার বিক্রি করা হচ্ছে।
মাত্র ৫ লাখ টাকায় যে কেউ শেয়ার কিনে হতে পারেন শেয়ারে হোটেলের মালিক।
শুক্রবার মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – এলায়েন্স  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান রুবেল।
আসাদুজ্জামান রুবেল বলেন- আমরা  দীর্ঘ ১৪ বছর যাবত আমরা  আস্থা ও নিষ্ঠার  সাথে গ্রাহক দের ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে আসছি। এবার আমরা কুয়াকাটা সাগর  কন্যার বুকে থ্রী স্টার মানের হোটেল এর কার্যক্রম শুরু করেছি।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও  উপস্থিত  ছিলেন- কম্পানীর সিনিয়র  মার্কেটিং ম্যানাজার-আল মামুন,সাজু মিয়া এবং ইমরান আলী।
মেলা শেষে আগত দর্শনার্থীদের টিশার্ট ও ইফতার সামগ্রী  বিতরন করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর