অতিথি ছাড়াই আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিমানবন্দর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ নির্মুল, বিমান বন্দর থানা এলাকা জুড়ে সিসি টিভি স্থাপনের বিষয় নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু উক্ত সমন্বয় সভায় বিশেষ কোন ব্যক্তিবর্গের উপস্থিতি দেখা যায়নি। দাওয়াত দেওয়া হয়নি এমপি এবং জনপ্রতিনিধিদেরও। দেখা যায়নি বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্য কাউকে।
উক্ত সভার স্টেজের ব্যানারে দেয়া হয়নি তারিখ এবং সময়। জানানো হয়নি সাংবাদিকদেরকেও।
হঠাৎ করে দাওয়াত ছাড়াই আইনশৃঙ্খলা সমন্বয় সভা করায় খোভ প্রকাশ করছেন জনপ্রতিনিধি এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত সভায় বিমানবন্দর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন আরাফাত খানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা জোনের ট্রাফিকের এডিসি কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর জোনের এডিসি তৌহিদ হোসেন, বিমানবন্দর জোনের এসি আসমা আক্তার সোনিয়া প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানা ওসি তদন্ত আলমগীর গাজী বলেন, আসলে দাওয়াত দেয়ার জন্য এস আই আজিজকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়নি।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর