September 11, 2025, 7:32 am

গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে সাবেক পুলিশ কনস্টেবল নিহত

Reporter Name 196 View
Update : Friday, April 5, 2024

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাটি টানা ট্রলির সংঘর্ষে মানি মোল্যা (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মানি মোল্যা কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।

এর আগে দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ি কাশিয়ানীর গোপালপুর গ্রামে ফিরছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা। এ সময় মোটরসাইকেলটি তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটি টানা ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে মারাত্মক আহত হন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানি মোল্যা।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর