August 1, 2025, 4:30 am

মৌলভীবাজারে ট্রেনের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Reporter Name 231 View
Update : Friday, April 5, 2024

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার লংলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে এসে রাত ১১টা ২০মিনিটে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে। এখান থেকে ছেড়ে কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে নিয়ে আসা হয়েছে।

আখাউড়া জংশন স্টেশনের লোকোশেড থেকে ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর