রাজধানীতে অজ্ঞাতনামা মরদেহ

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির ইসলামী ব্যাংক হাসপাতালের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এসআই সোহাগ আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। এজিবি কলোনি এলাকায় ঘুরে বেড়াতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মরদেহ শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হবে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর