নাফনদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলি, আহত দুই বাংলাদেশী

নাফনদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে দুই বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক।
আহত জেলে ও স্বজনরা জানান, রবিবার সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফনদীতে যায়। এসময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়।
জেলেদের দাবী তারা বাংলাদেশের জলসীমায় ছিলেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর