August 3, 2025, 8:15 pm

উত্তরায় ড্রাইভওয়ে অবমুক্ত করেন ট্রাফিক উত্তরা পশ্চিম জোন

মিজানুর রহমান 172 View
Update : Tuesday, May 14, 2024

রাজধানীর ঢাকার যানজট নিরসনে ডিএমপি কমিশনার কর্তৃক নির্দেশনা বাস্তবায়নে পুলিশের উপকমিশনার (ট্রাফিক) উত্তরাজোন,নাবিদ কামাল শৈবাল এর দিকনির্দেশনায় উত্তরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অভিযান পরিচালিত হয়ে আসছে,তারই ধারাবাহিকতায় ১৪ই মে মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় উত্তরা কামারপাড়া সংলগ্ন কাঁচাবাজারে পাশের ড্রাইভওয়েতে অভিযান পরিচালনা করা হয়,
ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম-সেবা,এর নেতৃত্বে মোহাম্মদ ফেরদাউছ হোসেন,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক)উত্তরা পশ্চিম এর উপস্থিতে।
মোহাম্মদ আরাফাত আহমেদ,পুলিশ পরিদর্শক (শহরও যানবাহন)এবং কামারপাড়া ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বে নিয়োজিত সার্জেন্টও কনস্টেবলদের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করেন,
এবিষয়ে মোহাম্মদ ফেরদাউছ হোসেন,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক)উত্তরা পশ্চিম জোন এর সাথে কথা বললে তিনি লাখোকন্ঠ প্রতিবেদককে বলেন পিকআপ,ট্রাক,ভ্যান গাড়ি ইত্যাদি অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আমরা এ অভিযান পরিচালনা করার মাধ্যমে ড্রাইভওয়েটিকে অবমুক্ত করে নির্বিঘ্নে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে,তিনি আরো বলেন উত্তরায় যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি,যেখানেই সমস্যা হবে সেখানেই অভিযান চলবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর