কিশোরগঞ্জের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মঈনুজ্জামান অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৬৫২ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।
নিকলী উপজেলায় আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোকারিম সর্দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ১৮ হাজার ৭০৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম জেমস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, নিকলী, কটিয়াদি ও অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।
নবনির্বাচিত নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাররম সর্দার বলেন, আমার এই বিজয়, নিকলী উপজেলাবাসীর বিজয়। আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে কাজ করে যাব।