August 6, 2025, 1:44 am

বিমানবন্দরে দুই বিদেশির কাছে মিলল ৫ কোটি টাকার সোনা

Reporter Name 169 View
Update : Thursday, May 23, 2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা (৫ দশমিক ৩৩৬ কেজি) মূল্যমানের সোনার চালান উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা। এ সময় দুইজন বিদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের সকাল ৭টার ফ্লাইটে ২ জন যাত্রীর মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে এমন গোপন তথ্য পায় সংশ্লিষ্ট বিভাগ। পরবর্তীতে লিউ ঝংলিয়াং এবং চেং গ্যাং নামের দুইজন বিদেশি যাত্রীর কাছ থেকে ৩টি চার্জার লাইটের ভেতর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। আটককৃত সোনার বারগুলো ঢাকার কাস্টমস হাউসে মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটককৃত যাত্রীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর