রাশিয়ার বিমান হামলায় কিয়েভে শিল্প-কারখানায় আগুন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভের একটি শিল্প-কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া আরও পাঁচ অঞ্চলে বাসাবাড়ির ক্ষতিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, গত মঙ্গলবার রাতে রাশিয়া ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে পাঁচটি আঘাত আনতে সক্ষম হয়। পাশাপাশি ২৪টি ড্রোনও উৎক্ষেপণ করা হয়। রাজধানী কিয়েভের সামরিকপ্রধান সেরহি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘রাজধানীতে পৌঁছানোর আগে সব অস্ত্র ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।’
কিয়েভের গভর্নর বলেছেন, কিয়েভের একটি শিল্প স্থাপনার ক্ষতি হয়েছে। ফলে আগুন লেগেছে। বুধবার সকাল পর্যন্ত আগুন নেভাতে কাজ করেছে ১০৫ জনেরও বেশি ব্যক্তি। তারা ৩০ রকমের সরঞ্জাম ব্যবহার করেছে। সূত্র: রয়টার্স
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর