August 5, 2025, 2:06 pm

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড

Reporter Name 135 View
Update : Saturday, June 15, 2024

ঈদযাত্রায় এবছর স‌র্বোচ্চ সংখ‌্যাক যানবাহন বঙ্গবন্ধু সেতু দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে। ফ‌লে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরী‌তে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি টোল আদা‌য়ের সর্বোচ্চ হার ব‌লে জা‌নি‌য়ে‌ছে সেতু কর্তৃপক্ষ।

এর আগে ২০২৩ সা‌লে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর হ‌তে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দি‌য়ে যানবাহন পারাপার হ‌য়ে‌ছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপ‌রীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টার পর হ‌তে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এরম‌ধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ৩৩ হাজার ২৫‌টি যানবাহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং প‌শ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে ঢাকায় গি‌য়ে‌ছে ২০ হাজার ৬৮৩‌টি যানবাহন। এতে প‌শ্চিম‌ টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

সেতু‌তে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হ‌য়ে‌ছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০‌টি, ছোট-বড় যানবাহন ১৯ হাজার ৮৭২‌টি এবং মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে ১০ হাজার ১০৫‌টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স‌ব্বোর্চ সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঈদযাত্রার আরও দুইদিন সেতু‌তে টোল আদায় হ‌বে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর