July 31, 2025, 4:26 pm

প্রেসক্লাবের সকল কার্যক্রম থেকে বদরুলকে অব্যাহতি

Reporter Name 217 View
Update : Sunday, June 23, 2024

প্রেসক্লাবের সভাপতি  পদ থেকে এবং ক্লাবের সকল কার্যক্রম থেকে বদরুল আলম মজুমদারকে অব্যাহতি দিয়েছে উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি।
গত ৩রা এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে কমিটির অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপে প্রেসক্লাবের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন বদরুল আলম মজুমদার। পদত্যাগ পত্র জমা দেয়ার পর থেকে ক্লাবে দুই মাস অনুপস্থিত থাকায় তার পদত্যাগ পত্রটি গ্রহন করে তাকে অব্যাহতি প্রধান করা হয় ক্লাবের সকল কার্যক্রম থেকে। পরে কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ কে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
পদত্যাগ পত্রে বদরুল আলম মজুমদার তার  ব্যক্তিগত এবং কর্মব্যস্ততার কথা উল্লেখ করে পদত্যাগ পত্রটি প্রেরন করেন।
প্রেসক্লাবের সদস্যদের ধারনা অগঠনতান্ত্রিকভাবে ও নিয়ম-নীতির বাইরে যেয়ে প্রেসক্লাব পরিচালনা সহ সদস্যদের অবমূল্যায়ন করা এবং প্রেসক্লাবের উন্নয়নের কথা বলে উত্তরার বিভিন্ন জায়গা থেকে টাকা হাতিয়ে নিয়ে তা একাই আত্মসাৎ করার জন্য তিনি পদত্যাগ করেছেন । তার এই পদত্যাগটি পরিকল্পিত বলে মনে করছেন প্রেসক্লাবের সদস্যরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর