যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে প্রাণহানি

যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আরকানসাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ৩ হাজার ২০০ জন বাসিন্দার শহর ফোরডিসে ম্যাড বুচার নামে একটি মুদি দোকানে গুলির ঘটনা ঘটে।
অঙ্গরাজ্যটির পুলিশ পরিচালক মাইক হ্যাগার বলেন, ‘সুপার মার্কেটে এক বন্দুকধারী বেপরোয়া গুলি চালায়। বাধ্য হয়ে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্দেহভাজন ব্যক্তি আহত হন।’
হ্যাগার জানান, মোট ১১ বেসামরিকের ওপর গুলি চালায় বন্দুকধারী। এতে তিনজন নিহত হয়েছেন। পুলিশের দুই কর্মকর্তাও এ ঘটনায় আহত হয়েছেন। সন্দেহভাজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা ঘটনার বিস্তারিত সাংবাদিকদের জানাননি। তাদের প্রশ্ন করারও সুযোগ দেননি। আহত পুলিশ কর্মকর্তা ও সন্দেহভাজন ব্যক্তি শঙ্কামুক্ত বলে জানান তিনি। তবে আহত বেসামরিকদের অবস্থা গুরুতর বলে উল্লেখ করেন। সূত্র: রয়টার্স