August 1, 2025, 4:34 am

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Reporter Name 198 View
Update : Monday, July 15, 2024

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের নবী হোসেন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউছার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো এদিনে সকালেও তারা ভারতে প্রবেশ করে। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছে আলী হোসেন ও কাউছার আহমদ। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন। পরে পরিবারের সদস্যরা নবী হোসেনকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে এখনো লাশ হস্তান্তরের কোনো খবর পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবি ক্যাম্প থেকে দু’জন নিহতের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি বিজিবি দেখছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর