উত্তরায় মহাসড়কে যানজট নিরসনে দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

মহাসড়কে যানজট নিরসনে দায়িত্বরত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার ও পানি বিতরণ করা হয় দৈনিক ইনকিলাব এর উত্তর প্রতিনিধি মাসুদ পারভেজ।
রবিবার বেলা ১ টার দিকে ইনকিলাব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দীন এর পক্ষ থেকে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে নিরলসভাবে দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার ও পানি বিতরণ করা হয়।

ছাত্র-জনতার আন্দলোনের পর থেকে ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ দায়িত্বরত অবস্থায় না থাকায় শিক্ষার্থীরা সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছে। শিক্ষার্থীদের দেশপ্রেমে তাদের পাশে লিখনির মাধ্যমে পাশে থাকেন মুগ্ধ গণমানুষের মুখপাত্র দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ প্রতিনি রাসেল খান, দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার তরিক শিবলী, দৈনিক আমার সময়ের রিপোর্টার নাজমুল মন্ডল, দৈনিক রুপালী দাসের সিনিয়র স্টাফ রিপোর্টর ফয়সাল আহাম্মেদ সহ আরো অনেকে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে লেখনীর মাধ্যমে উৎসাহ দিয়ে তাদের পাশে দাঁড়ায় এই প্রতিষ্ঠানটি।
সরকার পতনের পর পর আইনশৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়ে কর্মবিরতিতে চলে যায়। এর ফলে সারা দেশের ন্যায় মহাসড়কে যানচলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এ সড়কের বিশৃঙ্খলা এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে সারা দেশের শিক্ষার্থীরা যার যার নিজ এলাকায় দলবলসহ যানজট নিরসন সহ সড়কে সৌন্দর্য বর্ধনে কাজে আসছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর