August 4, 2025, 9:45 pm

ডিএমপির ৭ উপ-পুলিশ কমিশনার বদলি

Reporter Name 153 View
Update : Sunday, August 18, 2024

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে পুলিশ-প্রশাসন। সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এর মধ্যে রয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক আহমেদকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের ডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, রমনায় বদলির আদেশপ্রাপ্ত ডিসি মো. শাহরিয়ার আলীকে মতিঝিল বিভাগে, ট্রাফিক রমনায় বদলির আদেশপ্রাপ্ত রওনক জাহানকে উত্তরায়, ট্রাফিক ওয়ারীতে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ রুহুল কবীর খানকে তেজগাঁও বিভাগে, ডিএমপিরর রওনক আলমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং এই পদে কর্মরত মোহাম্মদ সোহেল রানাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ আদেশ দ্রুত কার্যকর হবে। সেইসঙ্গে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর