August 1, 2025, 3:44 pm

কক্সবাজারের ইয়াবা গডফাদার বদি গ্রেপ্তার

Reporter Name 198 View
Update : Wednesday, August 21, 2024

কক্সবাজারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য, ইয়াবা গডফাদার হিসেবে খ্যাত আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মহানগরের জিইসি মোড় থেকে তাকে হেফাজতে নেয় র‍্যাবের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফুল আলম।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেখ হাসিনা সরকারের সাবেক এই এমপি কক্সবাজার-টেকনাফকে ইয়াবার রুট হিসেবে ব্যবহার করেন। তিনি ইয়াবা বদি হিসেবেও নেতিবাচক পরিচিতি পান। তার সম্পদের বেশির ভাগ মায়ানমার থেকে ইয়াবার চালান এনে অর্জিত বলে জনশ্রুতি আছে। এসব নিয়ে গণমাধ্যমে বহু প্রতিবেদন চাপা হয়েছে। যদিও সব সময় তিনি এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে চলতি বছরের ১৭ এপ্রিল আব্দুর রহমান বদির দুই ভাইয়ের ইয়াবা কারবারে জড়িত থাকার সংশ্লিষ্টতা পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কক্সবাজারের শীর্ষ ১০ জন মাদক গডফাদারের মামলা তদন্ত করতে গিয়ে তাদের সংশ্লিষ্টতা পায় সংস্থাটি।

বদি নবম ও দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তার স্ত্রী শাহীন আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর