August 27, 2025, 1:42 am

হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মানিক রিমান্ডে

Reporter Name 137 View
Update : Friday, August 23, 2024

হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে পাঁচদিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

শুক্রবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে হাবিবুর রহমান মানিককে লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুলাই বিকেল ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়। এতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর