September 11, 2025, 3:53 am

নরসিংদীতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল শ্রমিকের

Reporter Name 144 View
Update : Saturday, August 31, 2024

নিহত আজহারুল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। তিনি কারখানার একজন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব বলেন, ওই কারখানায় প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাস ও অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে আজহারুল ইসলামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস ও কর্তব্যরত শ্রমিকদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে প্রাণ-আরএফএলের দুতলা একটি ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের মাত্রা বেড়ে গেলে নরসিংদী থেকে আরও তিনটি এবং মাধবদী থেকে দুটি ইউনিট এসে যোগ দেয়। সাতটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুল বারি। তিনি বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর