August 21, 2025, 5:55 am

ত্রাণ নয়, আত্মীয়ের বিপদে সহযোগিতা করতে এসেছি: রিজভী

Reporter Name 176 View
Update : Wednesday, September 4, 2024

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণ নয়, আত্মীয় বিপদে পড়লে আত্মীয় যেভাবে সহযোগিতা করে আমরা এসেছি সেই সহযোগিতা করার জন্য। অন্য কিছু নয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা লাকসাম উপজেলার গোপীনাথপুর এলাকায় বন্যার্তদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ত্রাণ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপদ সামনে, ডানে-বামে, পিছনে রেখেও আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি জানিয়ে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের ডাকে কাজ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার ও তার দোসরদের মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারছি, সেজন্যই আমরা এখানে আসতে পেরেছি। সারাদেশের মানুষ তার পূর্বাঞ্চলের ভাইদের সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছে। এমন অভূতপূর্ব সম্মিলন ও সংহতি কখনো দেখিনি। স্বৈরাচার হাসিনার সময় এই ধরনের একত্রে হওয়ার কোন সুযোগ ছিল না, আজ তা সৃষ্টি হয়েছে।

ছাত্র-জনতার রক্তের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে নির্ভয়ে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসতে পেরেছি। কি ভয়ংকর হয়ে উঠেছিল তারা (আওয়ামী লীগ)। মনে হয়েছিল এই দেশ আপনার না, আমার না, শেখ পরিবারের! দেশটা মনে হয়েছিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের, মেয়ে পুতুলের, ভাগিনা-ভাগ্নির, চাচাতো ভাইয়ের, ভাতিজা ও ভাস্তির। ৫১ হাজার কোটি টাকা খরচ করেছ স্বৈরাচার শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে শেখ পরিবারের ব্যক্তিদের নামে করতে। গোটা বাংলাদেশের যেন ছিল তাদের বাবার জমিদারি। সরকারি একটি বিল্ডিং হবে সেখানেও থাকবে শেখ পরিবারের নাম, মনে হয় বাংলাদেশে আর কোন খ্যাতিমান ব্যক্তির জন্ম হয়নি।

এদিন লাকসামে হাঁটু পানিতে নেমে রাতের বেলা বন্যার্তদের মাঝে ত্রাণ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর