August 4, 2025, 8:54 am

পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাচঁ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name 157 View
Update : Sunday, October 6, 2024

রাজধানীর পল্লবী এলাকা থেকে ২৪ লিটার চোলাই মদসহ পাচঁ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম।

গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ মনির হোসেন সোহেল, মোঃ আমির হোসেন, মোঃ রাসেল, মোঃ ওয়াহিদ ও মোঃ মানিক সিরাজ।

শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) দিবাগত রাতে পল্লবী থানার সেকশন-১১, লালমাটিয়া এলাকায় পাবলিক টয়লেটের সামনে কিছু লোক দেশীয় চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেনা বাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ, দুটি মোবাইল ফোন ও নগদ ৪৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায়, গ্রেপ্তারকৃতরা এসব চোলাইমদ বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে পল্লবী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর