August 2, 2025, 8:46 pm

পটল খেতে বিষের বোতলসহ আ. লীগ কর্মীর লা*শ উদ্ধার

Reporter Name 179 View
Update : Wednesday, October 9, 2024

রাজশাহীর মোহনপুর উপজেলায় পটল খেত থেকে বিষের বোতলসহ শাহাবুল ইসলাম (৪২) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের পটল খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহাবুল ইসলাম উপজেলার মোল্লাপুকুর গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন। কেশরহাট পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন। উদ্ধারের সময় লাশের মুখে ফ্যানা ছিল। এ ছাড়া প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ছেলে অপমৃত্যুর মামলা করেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর