August 4, 2025, 9:31 pm

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

Reporter Name 116 View
Update : Sunday, October 13, 2024

রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার রাতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো. মাসুদুর রহমান (৪৭)।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার নগদ টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর