দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর