ঢাবি ছাত্রলীগের সেই ঊর্মি গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী শাহবাগ থানায় রুজুকৃত এজাহারনামীয় আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেফতার করা হয়েছে। ঊর্মির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর