August 1, 2025, 3:47 pm

স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামী

সংবাদদাতা, কুমিল্লা 99 View
Update : Monday, October 28, 2024

কুমিল্লার মনোহরগঞ্জে খালপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় আইরিন আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, ওই গৃহবধূ ছয়দিন ধরে নিখোঁজ আছেন বলে এলাকায় প্রচার করেন তার স্বামী। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ

রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের ডাকাতিয়া নদীর শাখা নদনা খালের পাড় থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আইরিন উপজেলা সদরের দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। প্রায় ৯ বছর আগে সেলিমের সঙ্গে আইরিনের বিয়ে হয়। সেলিম মিয়া পরিবারসহ খালপাড়ের নতুন বাড়িতে থাকতেন। তাদের মূল বাড়ি উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে হত্যার পর বাড়িসংলগ্ন খালপাড়ে মাটিচাপা দেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আইরিনের মা ছায়েরা খাতুন বলেন, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে মেয়ের বাড়ি থেকে তিনি আসেন। ২১ অক্টোবর সকালে জামাতা সেলিম মোবাইলে কল দিয়ে জানান, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর ওইদিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু বুঝতে পারেননি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছেন। তিনি হত্যাকারীদের বিচার চান।

এলাকাবাসী জানান, দুপুরে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়িসংলগ্ন নদনা খালের পাড়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে এলাকাবাসী মাটিচাপা দেওয়া মরদেহের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে ওই গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী মরদেহের সন্ধান পাওয়ার পরপরই সেলিম এলাকা থেকে পারিয়ে যান। স্থানীয়দের ধারণা, যৌতুক ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর