August 5, 2025, 4:52 am

আজ হজের প্যাকেজ ঘোষণা, কমবে খরচ

Reporter Name 121 View
Update : Wednesday, October 30, 2024

আজ (বুধবার) ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এরই মধ্যে হজের খরচ কমানো নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

খালিদ হোসেন জানান, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং দ্বিতীয়টি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ দেওয়া।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারের টাকায় কেউ হজ করতে পারবেন না। শুধু হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, তারাই করতে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। সচেতনতা সৃষ্টি করে তাদের হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর