August 2, 2025, 6:05 pm

কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল

Reporter Name 79 View
Update : Wednesday, October 30, 2024

ফাঁসি চাই ফাঁসি চাই শহীদ চোরার ফাঁসি চাই এই স্লোগান দিয়ে শুরু হয় মিছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী কমলগঞ্জ-শ্রীমঙ্গল ৪ আসনের সাতবারের নির্বাচিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গ্রেপ্তার হওয়ায় কামলগঞ্জে মিছিল করেন বিএনপি ও যুবদল।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সাড়ে ৪ টার দিখে ভানুগাছ রেলওয়ে স্টেশন পার্কিং থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় উপজেলা চত্বরে। মিছিলে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি দূরুদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হুসেন, সাবেক বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান লোমান, ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হক রাফাত, ও সদস্য সচিব সুজেদ আলী, এসময় বিএনপি এবং যুবদলের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ করেন।

সমাবেশে নেতারা দাবি করেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বিগত ২৮ বছর ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। বক্তারা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং আওয়ামী সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের জন্য তার ফাঁসি কার্যকর করতে হবে।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় দিখে ঢাকার উত্তরা তার নিজ বাসা থাকে আটক করা হয়, উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা এবং শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকালে তার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণের বার, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।

বক্তারা আরও বলেন, তার নির্দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে। তারা দাবি করেন, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর