August 1, 2025, 5:34 pm

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

Reporter Name 113 View
Update : Wednesday, October 30, 2024

নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তিন ব্যক্তি তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

তুলারামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত জানতে পারিনি এখনো। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে তারপর জানাব।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর