August 3, 2025, 8:01 pm

গাজীপুরে পুকুরে মিলল নারী-শিশুর মরদেহ

Reporter Name 113 View
Update : Thursday, October 31, 2024

গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ সময় নিহত ওই নারীর পরনে ছিল নীল রঙের থ্রি-পিস এবং শিশুর পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশুর বয়স আড়াই বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় শিশুরা পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের পানিতে দুটি লাশ ভাসছে। শিশুরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে নারী ও শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু রয়েছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর