August 9, 2025, 12:57 pm

‘সংস্কারের পাশাপাশি নির্বাচনকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে’

Reporter Name 98 View
Update : Monday, November 4, 2024

সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে বলে বিএনপির নির্বাচন চাওয়াকে যৌক্তিক দাবি বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনকে প্রাধান্য দেবে এটা স্বাভাবিক। যেকোনো দল নির্বাচন চাইতেই পারে। তবে নির্বাচনের আগে কোথায় সংস্কার করে যাওয়া সম্ভব তা চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

এসময় সেন্টমার্টিন নিয়ে নেতিবাচক প্রচার চলছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেন্টমার্টিন নিয়ে অযথা পানি ঘোলা করা হচ্ছে।

রিজওয়ানা হাসান বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা বললেই হবে না, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

সম্প্রতি শিল্পকলার অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর