October 6, 2025, 9:35 pm

পালানোর সময় ধর্ষণের আসামি দুই চীনা নাগরিক গ্রেপ্তার

Reporter Name 137 View
Update : Thursday, November 7, 2024

বাংলাদেশ থেকে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করে গাজীপুরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তাররা হলেন, ওয়াং চাও ইয়াং এবং ইয়াং জিংক।

পরে বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন আদালতে গ্রেপ্তারদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, কাশিমপুর থানার মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং, ওয়াং জাওফিং ও ইয়াং জিং। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের। ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ৪০ বছর বয়সী এক নারী। গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াংকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুই চীনা নাগরিক তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামিরা।

জিএমপির কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বুধবার (৭ নভেম্বর) বিকেলে আদালতের নির্দেশে তাদের কারগারে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর