September 10, 2025, 8:35 pm

মাধবদীতে মাদক বিরোধী সমাবেশে ওসি তছলিম উদ্দিনের কঠোর হুশিয়ারী

নরসিংদী সংবাদদাতা- 176 View
Update : Sunday, November 10, 2024

নরসিংদীতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আমি যতদিন মাধবদী থানায় আছি ততদিন পর্যন্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে আলোকিত মনোহরপুর ইসলামি সংগঠনের উদ্দোগে মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই হুশিয়ারী দেন। পৌর শহরের মনোহরপুর নতুন বাজার সংলগ্ন এ সমাবেশে মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য আহ্বান জানান ওসি মোহাম্মদ তছলিম উদ্দিন।

আলোকিত মনোহরপুর ইসলামী সংগঠনের উপদেষ্টা ডাঃ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও মুফতি জোবায়ের আহমেদ, মুফতি হাসান মাহমুদ এর যৌথ সঞ্চালনায় আওর বক্তব্য রাখেন, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মিজানুর রহমান, বিশিষ্টি ব্যবসায়ি হাজী মো. মোখলেছুর রহমান মোল্লা, মো. মশিউর রহমান ফারুক, মো. আলামীন গাজী, শাহ্ আলম, আনোয়ার হোসেন, মো. সুমন মিয়া, আজিজুল হক আরও অনেক।

এসময় মনোহরপুর এলাকায় বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করা সহ মাদক, ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা নারীদের হুঁশিয়ার করে অনুষ্ঠানের বক্তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর