August 1, 2025, 4:50 am

সরকারি জমি দখল: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের ৩০ দোকানপাট উচ্ছেদ

Reporter Name 167 View
Update : Tuesday, November 12, 2024

বরিশালে দখলকৃত সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানেরও একটি মার্কেট রয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দিনভর নগরীর রূপাতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। এ সময় সমাজসেবা অধিদফতরের দেয়াল ঘেঁষে সরকারি জমি দখল করে জিয়াউল আহসানের অবৈধভাবে গড়ে তোলা ৩০টি দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। একই সময়ে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদফতর।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আমরা দখল জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিদে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকে প্রচার করা হয়েছিল। যারা সরিয়ে নেননি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

এদিকে স্থাপনার কয়েকজন মালিক অভিযোগ করেছেন, তাদের স্থাপনা থাকা জমির দলিলপত্র রয়েছে। অনেকে আবার মার্কেটে দোকান ভাড়া নিতে টাকা দিয়ে ক্ষতির মুখে পড়েছেন।

অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের মামলায় সদ্য অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। তিনি দীর্ঘদিন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি র‍্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর