August 25, 2025, 5:44 pm

বিমানবন্দরে পরিত্যাক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার

রাসেল খান 134 View
Update : Thursday, December 19, 2024

রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা ফুটওভার ব্রিজের নিচ থেকে টিস্যু দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিমানবন্দর থানা দিন কাওলা রেলগেট সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলি গুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুটওভার ব্রিজের নিচে পলিথিনের মোড়ানো কিছু একটা রয়েছে বলে জানতে পারে। খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি তদন্ত মুস্তাফিজুর রহমান, এসআই জহিরুল ইসলাম সহ সঙ্গীও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান এবং ওভারব্রিজের নিচে পলিথিনের মোড়ানো অবস্থায় সবুজ রঙের ১৫০ রাউন্ড , শ্যাওলা রঙের ২৫ রাউন্ড ,লাল রঙের ২২ রাউন্ড, আকাশি রংয়ের ২০ রাউন্ড, সাদা রঙের ১৬ রাউন্ড, কালো রঙের ১৪ রাউন্ড, ধুসর রঙের ৮ রাউন্ড ,খয়েরী রঙের ৪ রাউন্ড সহ টিস্যুতি মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২৮২ রাউন্ড গুলিগুলো বিধি মোতাবেক বিমানবন্দর থানার এস আই জহিরুল ইসলামের হেফাজতে রাখা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর