পাকিস্তানে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুলতান শহরের নিস্তার মেডিকেল ইউনিভার্সিটির (এনএমইউ) একজন মেডিকেল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে অপহরণ করে দুই সন্দেহভাজন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই সংবাদ প্রকাশ করে।
সন্দেহভাজনদের মধ্যে একজন এনএমইউর একজন কর্মচারী এবং অন্যজন তার বন্ধু।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সন্দেহভাজনরা তাকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে অজানা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
মুলতান রিজিওনাল পুলিশ অফিসার (আরপিও) সোহাইল চৌধুরী ডন পত্রিকাকে জানান, তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।
এনএমইউর একজন সিনিয়র ডাক্তার জানান, ভুক্তভোগী গুরুতর মানসিক আঘাত পেয়েছেন।
তিনি দাবি করেন, সিনিয়র ডাক্তাররা বিষয়টি পুলিশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছেন।
মুলতান ক্যান্টনমেন্টের এসপি তাহির মাজিদ ডন পত্রিকাকে জানান, পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা ও ডিএনএ টেস্ট করানোর চেষ্টা করছে। সূত্র: ডন