August 3, 2025, 2:20 pm

তালেবানের পাল্টা হামলায় পাকিস্তানের ১৯ সেনা নিহত

Reporter Name 107 View
Update : Saturday, December 28, 2024

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ৪৬ নাগরিক নিহতের ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। এ হামলায় পাকিস্তানের ১৯ সেনা নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া ও স্থানীয় গণমাধ্যম।

শনিবার (২৮ ডিসেম্বর) সিনহুয়া জানায়, শনিবারের হামলায় পাকিস্তানি সেনাদের কিছু চেকপয়েন্ট দখল করে নেয় তালেবান। সেখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনার পাশাপাশি আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে দু’দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করেন নি।

এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছে। পাকিস্তানের এ হামলার নিন্দা জানায় তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে এর কঠোর জবাব দেওয়ার বার্তা দেয় তালেবান।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন আফগান সীমান্তে সম্প্রতি সংঘর্ষের ঘটনা বেড়ে চলছে। এ বছরে পাকিস্তান দু’বার আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। তালেবানও হামলার জবাব দিয়েছে। পাকিস্তানি সেনাদের ওপর গুপ্ত হামলাও বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের দাবি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের ভূখণ্ডে সেনাদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে এবং এর পেছনে ইন্ধন দিচ্ছে আফগানিস্তানের তালেবান। তাই এর জবাব দিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু আফগানিস্তান সরকার তা ভিত্তিহীন বলে দাবি করছে।

সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন দু’দেশের মধ্যে সংঘর্ষের পরিধি আরও বাড়তে পারে। সূত্র: আল জাজিরা, সিনহুয়া


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর