August 2, 2025, 4:24 am

মাধবদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name 137 View
Update : Saturday, December 28, 2024

গৌরবান্বিত বিজয়ের মাস উপলক্ষে দেশের স্বাধীনতা ও বিজয় অক্ষুণ্ণ রাখতে চলমান জাতীয় সমস্যা সমাধানে ইনসাফ কায়েম কারী ছাত্র – শ্রমিক – জনতার ১৩ দফা দাবী উত্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমার পর মাধবদী বাস স্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়। এতে বক্তারা ১৩ দফা দাবী তুলে ধরে।

চলমান ঐতিহাসিক ডিসেম্বর মাস , গৌরবান্বিত বিজয়ের মাস । জালিমদের জুলুমের প্রতিবাদে ইনসাফের দাবীতে ১৯৭১ সালে প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে ৩০ লক্ষ শহীদের জান কুরবানীর মাধ্যমে অর্জিত হয় এই স্বাধীন বাংলার বিজয় । যে বৈষম্যের বিপরীতে ১৯৭১ এ রক্ত দেয়া হয়েছে আবার ২০১৪ – এ রক্ত দেয়া হচ্ছে সেই বৈষম্য – – চক্রান্ত এখনও বিরাজমান । এই স্বাধীন বাংলাদেশে চলমান সমস্যা সমাধানে ইনসাফ কায়েনকারী ছাত্র – শ্রনিক – জনতা ১৩ দফা দাবী তুলে ধরেএদিন প্রতিবাদ সমাবেশ

এদিন প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেছেন হাফিয আল আমীন ইমাম ও খতিব কাশিপুর সুন্নতি জামে মসজিদ,কুরআন শরীফ তেলাওয়াত করেন হাফিয মুহম্মদ আল আমীন ,১ম আলোচক আহমাদুর রহমান আকিব ,২য় আলোচনক মুহম্মদ ফাহিম রহমান ,৩য় আলোচক ডা: মুহম্মদ সজিব খান,৪র্থ আলোচক ডা: হযরত মাওলানা শাহেদ ভূঁইয়া। এছাডাও উপস্থিত ছিলেন তৌহিদুল আনোয়ার খান ,জনি প্রধান ,আমাদুর রহমান সোহাগ ,জাহাঙ্গীর আলম ,ছগির মুন্সী ,ডাক্তার কবীর হোসাইন,আইয়ুব আলী আনসারী,শাহীন প্রধান ,আরিফ প্রধান ,জোবায়ের প্রধাণ প্রমুখ


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর