মাধবদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গৌরবান্বিত বিজয়ের মাস উপলক্ষে দেশের স্বাধীনতা ও বিজয় অক্ষুণ্ণ রাখতে চলমান জাতীয় সমস্যা সমাধানে ইনসাফ কায়েম কারী ছাত্র – শ্রমিক – জনতার ১৩ দফা দাবী উত্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমার পর মাধবদী বাস স্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়। এতে বক্তারা ১৩ দফা দাবী তুলে ধরে।
চলমান ঐতিহাসিক ডিসেম্বর মাস , গৌরবান্বিত বিজয়ের মাস । জালিমদের জুলুমের প্রতিবাদে ইনসাফের দাবীতে ১৯৭১ সালে প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে ৩০ লক্ষ শহীদের জান কুরবানীর মাধ্যমে অর্জিত হয় এই স্বাধীন বাংলার বিজয় । যে বৈষম্যের বিপরীতে ১৯৭১ এ রক্ত দেয়া হয়েছে আবার ২০১৪ – এ রক্ত দেয়া হচ্ছে সেই বৈষম্য – – চক্রান্ত এখনও বিরাজমান । এই স্বাধীন বাংলাদেশে চলমান সমস্যা সমাধানে ইনসাফ কায়েনকারী ছাত্র – শ্রনিক – জনতা ১৩ দফা দাবী তুলে ধরেএদিন প্রতিবাদ সমাবেশ
এদিন প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেছেন হাফিয আল আমীন ইমাম ও খতিব কাশিপুর সুন্নতি জামে মসজিদ,কুরআন শরীফ তেলাওয়াত করেন হাফিয মুহম্মদ আল আমীন ,১ম আলোচক আহমাদুর রহমান আকিব ,২য় আলোচনক মুহম্মদ ফাহিম রহমান ,৩য় আলোচক ডা: মুহম্মদ সজিব খান,৪র্থ আলোচক ডা: হযরত মাওলানা শাহেদ ভূঁইয়া। এছাডাও উপস্থিত ছিলেন তৌহিদুল আনোয়ার খান ,জনি প্রধান ,আমাদুর রহমান সোহাগ ,জাহাঙ্গীর আলম ,ছগির মুন্সী ,ডাক্তার কবীর হোসাইন,আইয়ুব আলী আনসারী,শাহীন প্রধান ,আরিফ প্রধান ,জোবায়ের প্রধাণ প্রমুখ