আ. লীগ নেতা পরিচয়ে আনন্দ টিভির সাংবাদিক ইকবালকে প্রাণনাশের হুমকি : উত্তরা পশ্চিম থানায় জিডি

আওয়ামী লীগ নেতা পরিচয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিক মো. ইকবাল হোসেন চৌধুরীকে (৩৭) অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) ডিএমপির উত্তরা পশ্চিম থানায় জিডি করেন তিনি।
জিডিতে ইকবাল উল্লেখ করেন, মঙ্গলবার বিকালের দিকে তার মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর মোবাইলের কল কেটে দেয়।
পরবর্তীতে খোজ নিয়ে জানা যায় হুমকিদাতার নাম ঠান্ডু, তার ভাই আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান সিদ্দিক। ভাইয়ের নির্দেশনায় তিনি হুমকি দেন। তার বাসা শ্যামলী সিনেমা হলের পাশে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর