August 3, 2025, 2:16 pm

পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

Reporter Name 295 View
Update : Monday, January 6, 2025

আন্তর্জাতিক ডেস্ক:
অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় রাজধানী অটোয়ায় নিজ বাসভবন রিডো কটেজের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পদত্যাগের ঘোষণায় ট্রুডো বলেছেন, তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরী বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।

এদিকে গত নির্বাচনে প্রায় নিশ্চিত কয়েকটি আসনে হার ও জনগণের কাছে গ্রহণযোগ্য কমে যাওয়ায় ট্রুডোর ওপর বিরক্ত দলটির শীর্ষ নেতারা।

গেল ডিসেম্বরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডোর সঙ্গে বিরোধের জেরে পদত্যাগের পর সমালোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। প্রধানমন্ত্রী ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ ধরতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ২০১৩ সালে ট্রুডো লিবারেল পার্টির প্রধান হওয়ার পর ২০১৫ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় লাভ করে।

জনমনে সংস্কার ও প্রগতির প্রত্যাশা জন্মালেও কোভিড মহামারি, মুদ্রাস্ফীতি ও আবাসন সংকট সামলাতে গিয়ে তার গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকে। টানা প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী এই নেতা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর